পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই রাজধানী ইসলামাবাদের একটি আদালতে গতকাল শুক্রবার হাজিরা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগের সভাপতি নওয়াজ শরিফ। মেয়ে মারিয়াম নওয়াজ ও জামাই মুহাম্মাদ সাফদারকে নিয়ে তিনি আদালতে হাজির হন। এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন নওয়াজ।
আদালতে সংক্ষিপ্ত শুনানিতে নওয়াজের আইনজীবী খাজা হারিস তার মক্কেলের পক্ষে বক্তব্য তুলে ধরেন। পরে আগামী ৭ নভেম্বর পর্যন্ত মামলার শুনানি মূলতবি করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নওয়াজ শরীফ আদালত ছেড়ে যান। এ সময় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। তবে আদালতে শুনানির শুরুর আগে নওয়াজ শরিফ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আদালত তার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করছে।
আদালত ছেড়ে যাওয়ার সময় তার জামাতা বলেন, যতদিন পর্যন্ত আদালত কিছু মানুষের ভীতি থেকে মুক্ত হতে না পারবে ততদিন এ আদালত স্বচ্ছ বিচার করতে পারবে না।
গত জুলাই মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে দুর্নীতির অভিযোগে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে। ফলে আইন অনুযায়ী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। আদালত অভিযোগ করেছে যে, নওয়াজ শরিফ তার নির্বাচনি ঘোষণায় আয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দেননি। সূত্র: ড্ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।