চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
আল কোরআন
আল্লাহর প্রকৃত বান্দা
দয়াময় (আল্লাহ তায়ালা)-এর বান্দা তো হচ্ছে তারা, যারা জমীনে নেয়াহেত বিন¤্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা (অশালীন কোনো ভাষায়) তাদের সম্বোধন করে, তখন তারা প্রশান্তভাবে জবাব দেয়।
-সূরা আল ফোরকান: আয়াত ৬৩
আল হাদীস
হযরত আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়েইল আসকাম’Ñ হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে শ্বেত, উন্মাদ রোগ, কুষ্ঠরোগ ও সমস্ত খারাপ রোগ থেকে।’ (আবূ দাউদ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।