Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্র:- চার রাকাত বিশিষ্ট নামাযের দ্বিতীয় রাকাআতে ভুলবশতঃ বৈঠক না করে সোজা হয়ে দাঁড়িয়ে গেলে কী করতে হবে?
উ:- দাঁড়িয়ে যাওয়ার পর আর বসা যাবে না; যথারীতি বাকী দুই রাকাআত সমাপ্ত করে সাহু সিজদাহ দিতে হবে। তবে শেষ রাকাআতে এরকম হলে তৎক্ষণাত বসে যেতে হবে এবং সাহু সিজদাহ করে নামায সমাপ্ত করতে হবে।
প্র:- যে ব্যক্তি ইমামের সংগে তিন, দুই অথবা এক রাকাত নামায আদায় করেছে; সে কি জামাআতের সওয়াব পাবে?
উ:- হাঁ, পাবে।
প্রশ্নঃ কোরআন শরীফে সিজদাহর আয়াত কতটি এবং এগুলো কোন কোন সূরায়?
উত্তরঃ ১৪ (চৌদ্দ) টি। সূরাসমূহ এই—সূরা আ’রাফে ১টি, সূরা রা’দে ১টি, সূরা নাহ্লে ১টি, সূরা বনী ইসরাঈলে ১টি, সূরা মারয়ামে ১টি, সূরা হাজ্জে ১টি, সূরা ফোরকানে ১টি, সূরা নামলে ১টি, সূরা সিজদায় ১টি, সূরা সোয়াদে ১টি, সূরা হা-মীম সিজদায় ১টি, সূরা নাজমে ১টি, সূরা ইনশিকাকে ১টি এবং সূরা আলাকে ১টি। সর্বমোট ১৪ (চৌদ্দ) টি।
প্রশ্নঃ হানাফী এবং শাফেয়ী মাযহাবের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ আছে কি?
উত্তরঃ আছে। আয়াতের সংখ্যার ব্যাপারে কোন বিরোধ নেই। তবে একটি আয়াতে হানাফীগণ সিজদাহ করেন না এবং অপর একটি আয়াতে সিজদাহ করেন না শাফেয়ীগণ। অন্যদিকে ইমাম মালেক রহ. এর মতে সিজদাহর আয়াত ১১টি। এই মতপার্থক্যের কারণে কতিপয় মাসআলার মধ্যেও মতপার্থক্য সৃষ্টি হয়েছে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ