Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিরতে প্রস্তুত মুস্তাফিজ

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী ব্যাঙ্গালুরু (ভারত) থেকে : ফিরছেন কবে মুস্তাফিজুর? ম্যাচপূর্ব এবং ম্যাচোত্তোর সংবাদ সম্মেলনে মিডিয়ার এ প্রশ্নের মুখেই কখনো মাশরাফি, কখনোবা হাতুরুসিংহেকে পড়তে হচ্ছে। গতকাল ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে মুস্তাফিজুরকে দেখে মিডিয়ার এ প্রশ্নের মুখে পড়তে হয়েছে হিথ স্ট্রিককে। প্রতিদিনই অনুশীলনে আসছেন মুস্তাফিজ দলের সঙ্গে, করছেন ওয়ার্ম আপÑকিন্তু দেখা যাচ্ছে না তাকে ম্যাচে! গত ২৮ ফেব্রæয়ারি শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে পাঁজরের পেশিতে টান পড়ার পর ২ সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে। তারপরও কেন সেরা বোলারকে হচ্ছে না খেলানো? পাকিস্তানের কাছে ইডেন গার্ডেনসে গত ১৬ মার্চ ৫৫ রানে হেরে যাওয়ার পর এ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মাশরাফিকে। তবে ওই প্রশ্নে মাশরাফির উত্তরটা কৌত‚হলী করে তুলেছে মিডিয়াকে। খেলার মতো অবস্থায় থাকার পরও কেন দলের সেরা বোলারকে বসিয়ে রাখা হবে বাইরে? ওই ম্যাচে মুস্তাফিজুরকে না খেলানোর সিদ্ধান্ত যে মাশরাফির নয়, সিদ্ধান্তটা অন্য কারোÑ সংবাদ সম্মেলনে মাশরাফির কথায় সে আভাসই পেয়েেেছ মিডিয়া।
মিডিয়ার ওই প্রশ্ন এবং মাশরাফির উত্তরের পর কোচিং স্টাফ মুস্তাফিজুরকে নিয়ে একটু সিরিয়াসই হয়েছে। ব্যাঙ্গালুরুতে পা রেখে এই ২ দিন বাংলাদেশ দল করেনি অনুশীলন। তবে ব্যাঙ্গালুরে অবস্থানের দ্বিতীয় দিনে মুস্তাফিজুরকে তৈরি করতে চিন্নাস্বামী স্টেডিয়ামে হজির ফিজিও বায়েজিদুল ইসলাম এবং ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল! সুপার টেন এ প্রথম ম্যাচ বাজে ভাবে হেরে সেমিফাইলের পথটা কঠিন করে ফেলা বাংলাদেশ দলের সেমি’র স্বপ্ন টিকিয়ে রাখতে হিথ স্ট্রিকের গোপন অস্ত্র মুস্তাফিজুর, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২১ মার্চ ব্যাঙ্গালুরর চিন্নস্বামী স্টেডিয়ামে অবতীর্ন হওয়ার আগে তাই মুস্তাফিজুরের ম্যাচ ফিটনেস পরীক্ষা করাটাই গতকাল ছিল হিথ স্ট্রিকের প্রধান কাজ। মুস্তাফিজুর যে বোলিং রিদম ফিরে পেতে শুরু করেছেন, পুরো গতিতেই গতকাল নেটে বল করেছেন, তা দেখে সন্তুস্টির কথাই জানিয়েছেন বোলিং কোচ হিথ স্ট্রিকÑ ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আমরা ওকে প্রস্তুত করার চেষ্টা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ত আমরা ম্যাচের দিন নিব। তবে এই মুহূর্তে সবকিছু খুব ভালো মনে হচ্ছে। ম্যাচের দিনই কেবল আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আরো ২দিন সময় পাচ্ছে মুস্তাফিজুর। এই দু’ দিনে মুস্তাফিজুরকে ছন্দে ফিরিয়ে এনে আত্মবিশ্বাসী বোলিংয়ের চেস্টা করতে মুস্তাফিজুরের পেছনে লেগে আছেন হিথ স্ট্রিকÑ ‘ও পুরো গতির কাছাকাছিতেই বোলিং করছে। আজ (গতকাল) ৪ ওভার বোলিং করেছে। কোনো ব্যথা অনুভব করেনি।সে সবকিছুই চেস্টা করেছে নেটে। অস্বস্তির কিছুই দেখিনি। এখন ব্যাপারটা হলো ওর আত্মবিশ্বাস ফিরে পাওয়া। প্রায় ৩ সপ্তাহ হলো বোলিং করছে না, ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারটা আছে। সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।’
২০১৫ বিশ্বকাপ উত্তর একাদশে ৪ পেস বোলার তত্ত¡ প্রয়োগে সফল বাংলাদেশ। এমন অচেনা ঝুঁিকটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিয়েছে মূলত: বোলিং কোচ হিথ স্ট্রিকের জোরাজুরিতেই। নেটে বল করতে এসে অবাক করে দেয়া মুস্তাফিজুর এক অর্থে হিথ সিট্রকেরই আবিস্কার। জিম্বাবুয়ের সাবেক এই পেস অল রাউন্ডারের ঘষাঁমাজায় পরিনত হয়ে ওঠা মুস্তাফিজুর পর পর ২টি টি-২০ সিরিজও ট’র্নামেন্টে একবার সোলডার এবং অন্যবার পাঁজরের পেশিতে চোট পেয়ে দু’ দফায় ২+৬ = ৮ ম্যাচ থাকবেন মাঠের বাইরে, এমন বোলারের এই অনুপস্থিতিটাই কস্ট দিচ্ছে হিথ সিট্রককেÑ ‘আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এশিয়া কাপের ফাইনালে ওকে পেলেও হয়ত আমাদের খুব ভালো সম্ভাবনা থাকত। যে পুঁজি পেয়েছিলাম, তা দিয়েই হয়তবা ভারতকে আটকানো যেতো। পাকিস্তানের বিপক্ষেও ওর সাফল্য আছে। সুপার টেনের প্রথম ম্যাচে ওকে পেলে তাই দারুণই হতো। কিন্তু পেসারদের ইনজুরি হবেই, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এশিয়া কাপে আল আমিন, মাশরাফি, তাসকিন দায়িত্ব নিয়ে দারুণ বোলিং করেছে। ওদের নিয়ে আমি খুশি। মুস্তাফিজও ফিট হয়ে বিবেচনায় ফিরলে আমাদের জন্য হবে দারুণ ইতিবাচক।’
গত বছরে বিস্ময়কর উন্থানে ৯ ওয়ানডে ম্যাচে ২৬ উইকেটে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে করে নিয়েছে মুস্তাফিজুর দলে জায়গা। ক্রিকইনফোর বর্ষসেরা ক্রিকেটারেও হয়েছে ভুষিত এই বাঁ হাতি কাটার মাস্টার। গুগল সার্চে গত বছর বাংলাদেশে সবচেয়ে বেশি ক্লিক হয়েছে যে ছেলেটির আদোপান্ত জানতে, সেই ছেলেটিকে বসিয়ে রাখবে কেন টীম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে ভারতের বিপক্ষে মার খাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত তো দূরের কথা শ্রীলংকার বিপক্ষে কি দারুন বোলিংই না করেছে ছেলেটি। ওই ২ ম্যাচে ৪৮ বলের মধ্যে ২৯টিই ডট! সেই দুই ম্যাচে ৩ উইকেট শিকারে রান খরচা সেখানে মাত্র ৩২! তিন ফরমেটের ক্রিকেটে কাটার যাদুতে অভিষেক হওয়া সাতক্ষীরার এই বাঁ হাতি পেস বোলারের দারুন টি-২০ বিশ্বকাপ অভিষেকের দিকে তাকিয়ে এখন ক্রিকেট বিশ্ব। তবে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের অতীত রেকর্ডস কিন্তু বোলারদের পক্ষে বলছে না কথা। ওয়ানডেতে রোহিত শর্মার প্রথম ডাবল সেঞ্চুরি এই মাঠেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ৩৮৩/৬ স্কোর করেছে তিন বছর আগে, সেটাও এখানেই। এমন মাঠে মুস্তাফিজুরের চেনা রূপে ফিরে পাওয়া হবে ২০ বছর বয়সী ছেলেটির জন্য বড় চ্যালেঞ্জ, সেটাই মনে করছেন হিথ স্ট্রিকÑ ‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট। এখানে খেললে মুস্তাফিজুরকে দ্রæত মানিয়ে নিতে হবে। ব্যাঙ্গালুরে সবসময়ই বড় রানের মাঠ, ব্যাটিংয়ের জন্য দারুণ। বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মুস্তাফিজুরকে।’ গত অক্টোবরে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে পূর্বনির্ধারিত টেস্ট সফর স্থগিতই করেনি, ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও করেছে বর্জন! বাংলাদেশ বিরোধী প্রচারনায় অস্ট্রেলিয়াকে দাঁতভাঙ্গা জবাব দিতে আগামী ২১ মার্চ মুস্তাফিজুর নামক গোপন অস্ত্রই যে মিসাইলের মতো ব্যবহার করতে চান হিথ স্ট্রিক।

 



 

Show all comments
  • Maksud Imtiaz ১৯ মার্চ, ২০১৬, ১০:৩২ এএম says : 0
    জানিনা কবে আমাদের সেরা বোলিং টাইগারটাকে আবার ফিরে পাব. আর আমাদের দেশের ১৬ কোটি মানুষের প্রাণ আবার ফিরে আসবে নিজেদের কাছে। আমরা সবাই তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব. যেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়. আমীন!!!!!
    Total Reply(0) Reply
  • Tarek ১৯ মার্চ, ২০১৬, ১২:১৮ পিএম says : 0
    it is a good News for Bangladesh
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরতে প্রস্তুত মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ