মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে ভারত ইসলামী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন হিন্দু যুব বাহিনীর নেতা নগেন্দ্র প্রতাপ তোমর। উত্তর প্রদেশের মীরাটে এক সমাবেশে নগেন্দ্র প্রতাপ তোমর বলেন, ভারতে ষড়যন্ত্র করে মুসলিম জনসংখ্যা বাড়ানো হচ্ছে। সেখানে তিনি মুসলিমদের বিরুদ্ধে তীব্র আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যও করেন। তোমর বলেন, রোহিঙ্গা ইস্যুতে মুসলিমরা লবিং করছে যাতে ভারতকে দারুল ইসলামে পরিণত করা যায়। হিন্দুদের মধ্যে যারা কাপুরুষ ছিলেন তারা মুসলিম হয়েছিলেন, কিন্তু যারা যোদ্ধা ছিলেন তারা আমাদের মধ্যে বসে আছে। তিনি বলেন, আল্লাহর দান হিসেবে মুসলিমরা সন্তান জন্ম দেন না, বরং ভারতকে কব্জা করার উদ্দেশ্যেই তা করা হয়। আজ গণমাধ্যমে প্রকাশ, হিন্দুত্ববাদী ওই নেতা মুসলিমদের দাড়ি ও তথাকথিত ‘লাভ জিহাদ’ নিয়েও তীব্র সমালোচনা ও কটাক্ষ করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০২ সালে হিন্দু যুব বাহিনী গঠন করেন। তিনি এখনো এই সংগঠনের প্রধান। নগেন্দ্র প্রতাপ তোমর নামে বিতর্কিত মন্তব্যকারী ওই নেতা হিন্দু যুব বাহিনীর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলীয় প্রধান। হিন্দুস্তান টাইমস,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।