মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অস্ত্র প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করতে চলেছে ভারত। প্রতি মাসে অন্তত একশটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায় ভারতীয় সামরিক বাহিনী। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির (ডিআরডিএল) কর্মকর্তা কে জয়রামন একথা জানান। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজন মেটাতেই প্রতি মাসে অন্তত একশটি করে ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। বর্তমানে প্রতি মাসে ৫০ থেকে ৬০টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি। কিন্তু গত বুধবার ডিআরডিএল প্রধান জানিয়েছেন, এই সংখ্যাকে দ্বিগুণ করতে চলেছে ভারত। দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখতে ভারতকে অস্ত্রভা-ার আরও দ্রুত বাড়াতে হবে বলে দাবি করেন জয়রাম।
ভারত যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করে তা এতদিন খুব স্পষ্ট করে ঘোষণা করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সংখ্যার কথা প্রকাশ্যে ঘোষণা করে কে জয়রামন জানিয়ে দিলেন, ভারতের ক্ষেপণাস্ত্র ভা-ার ইতিমধ্যেই যথেষ্ট বেড়েছে। সেই সংখ্যাকে দ্বিগুণ করে ভারত এবার প্রতি মাসে অন্তত একশটি ক্ষেপণাস্ত্র তৈরি করবে মর্মে জয়রামের এ ঘোষণায় দক্ষিণ এশিয়ায় অস্ত্রের প্রতিযোগিতা আগামীতে আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হলো। আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।