Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের কাছ থেকে প্রত্যাশিত ব্যবহার পায়নি বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে পররাষ্ট্র সচিব শহীদুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশ যে ধরনের ব্যবহার আশা করেছিল তা পাওয়া যায়নি। গতকাল রাজধানীর একটি হোটেলে ইউএন উইমেন আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
এম শহীদুল হক বলেন, ‘আমরা মিয়ানমারের কাছ থেকে এর চেয়ে ভালো রেসপন্স (প্রতিক্রিয়া) আশা করেছিলাম। কিন্তু যেভাবে আমরা আলোচনা শুরু করেছিলাম, এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, আমরা সন্তুষ্ট।’
যৌথ ওয়ার্কিং গ্রুপের বিষয়ে তিনি বলেন, এটির কাজ চলছে এবং এটি গঠনের সময় নির্ধারণ করে দেওয়া আছে। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের কোনও শর্টকাট পথ নেই। আমাদের দেশের মানুষ আটকা পড়লে আমরাও বলি যাচাই-বাছাই করতে হবে। কারণ, আন্তর্জাতিক নিয়মগুলো সেভাবেই তৈরি করা আছে। শরণার্থী রোহিঙ্গা সবাইকে একসঙ্গে ধরে মিয়ানমারে পাঠিয়ে দেওয়ার অবকাশ নেই।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন সম্পর্কে জানতে চাইলে শহিদুল হক বলেন, আগে দেখা যাক নিরাপত্তা পরিষদে কে কী অবস্থান নিচ্ছে; তারপর এ বিষয়ে কথা বলা যাবে।
আমাদের প্রত্যাশা হলো সব দেশ মিলে মিয়ানমারের বিরুদ্ধে একটি শক্ত ব্যবস্থা নেবে। ইউএন উইমেন আয়োজিত নিরাপত্তা কাউন্সিল রেজ্যুলেশন-১৩২৫ বিষয়ে তিনি বলেন, এর অধীনে আমরা নারীদের ক্ষমতায়ন বিষয়ে জাতীয় অ্যাকশন প্ল্যান তৈরি করছি।
আমরা আশা করছি, এটা মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করবো। এ ধরনের অ্যাকশন প্ল্যান সাধারণত মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হয় না। কিন্তু যেহেতু এটি একটি রাজনৈতিক ডক্যুমেন্ট (নথি), আমরা চাই দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি এটি অনুমোদন করুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ