Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বের জন্য ১০ ঝুঁকি

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বিশ্ব ১০টি বড় ধরনের সংকটের মুখোমুখি হবে বলে বলছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তিনি বিশ্বের অর্থনীতিকে বিপদে ফেলবেন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে দেবেন বলে গবেষণা সংস্থাটির দাবি। বিশ্বের ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে ইআইইউ এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। রিপাবলিকান দলের মনোনয়ন পেতে এখন লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রাপ্তির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মি. ট্রাম্পের বিজয় এমনকি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়া বা দক্ষিণ চীন সাগরে যুদ্ধের চেয়েও ঝুঁকিপূর্ণ হবে, বলছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। যদিও তিনি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারাতে পারবেন বলে সংস্থাটি মনে করে না। ইআইইউর র‌্যাংকিংয়ের পয়েন্ট অনুযায়ী, জিহাদিরা বিশ্বের অর্থনীতিকে যতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, মি, ট্রাম্পও সেই একই পয়েন্ট পেয়েছেন। ইআইইউ বলছে, ট্রাম্প তার ভবিষ্যৎ নীতির বিষয়ে খুব কমই জানিয়েছেন, এবং তাও সবসময়েই পাল্টাচ্ছে। বিবিসি।
দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের জন্য ১০ ঝুঁকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ