মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ২১ জন নিহত হওয়ায় দেশটিতে গত বৃহস্পতিবার জাতীয় শোক পালিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জঙ্গিদের এ ধরনের হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অভিযান ক্রমেই ব্যর্থতার দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দপ্তরের নির্দেশ অনুযায়ী দেশের ভেতর ও বাইরের সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মর্মান্তিক এ ঘটনার পর রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। নওয়াজ শরিফ পাকিস্তানের চরসাড্ডায় বাচা খান বিশ্ববিদ্যালয়ে বুধবারের হামলাকে নিষ্ঠুর কাজ হিসেবে উল্লেখ করে এর সাথে জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন।
সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে গ্রেনেড ও বন্দুক হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ হামিদ হোসেন রয়েছেন, তিনি বন্দুকধারীদের চ্যালেঞ্জ করে তার কাছে থাকা পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় তার আতংকিত শিক্ষার্থীরা লুকানোর জন্য ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় হোসেনসহ নিহত অধিকাংশকে মুসলিম রীতি অনুযায়ী বুধবার রাতেই দাফন করা হয়। হোসেনকে তার গ্রামের বাড়ি শাবিতে দাফন করা হয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।