নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হাসান আলী, উসমান খানের পর এবার আরেক পাকিস্তানি পেসার ঝড় তুললেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের পক্ষে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ফাহিম আশরাফ। তাঁর বোলিং-নৈপুণ্যের সঙ্গে শাদাব খানের ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। ঘটনাবহুল এক টি-টোয়েন্টি ম্যাচ দেখেছে আবুধাবি স্টেডিয়াম। কী ছিল না এই ম্যাচে! হ্যাটট্রিক হয়েছে, দুই ইনিংস মিলিয়ে রানআউট হয়েছেন পাঁচ-পাঁচজন ব্যাটসম্যান। নিরপেক্ষ দর্শকদের রোমাঞ্চ উপভোগের সব উপকরণই ছিল এই ম্যাচে।
টস জিতে ফিল্ডিং করেছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান তোলা শ্রীলঙ্কা ফাহিমের বোলিং-তোপে ধসে পড়ে। শেষ চার ওভারে ১৩ রান তুলতে গিয়ে ৮ উইকেট হারিয়ে বসে থিসারা পেরেরার দল। গুনাতিলকার ফিফটিতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৫।
১৯তম ওভারের শেষ তিন বলে দাসুন শানাকা, ইসুরু উদানা আর মাহেলা উদাওয়াত্তের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিম আশরাফ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ষষ্ঠ হ্যাটট্রিক; যদিও কোনো পাকিস্তানি বোলারের এই প্রথম। হ্যাটট্রিকে অবশ্য পাকিস্তানিরা যথেষ্ট এগিয়ে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটি পাকিস্তানের পক্ষে ১২তম হ্যাটট্রিক।
জবাবে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। ১১তম ওভারে শোয়েব মালিক ফিরে গেলে বিপদে পড়ে পাকিস্তান। তাদের সংগ্রহ তখন ৪ উইকেটে ৫৫। অধিনায়ক সরফরাজ ২৬ বলে ২৮ রান করে দলকে অনেকটাই এগিয়ে দেন। কিন্তু তিনি আউট হন ১৮তম ওভারে। শেষ দিকে শাদাব খানের ৮ বলে ১৬ রানের ইনিংসে এক বল হাতে রেখে ম্যাচ জেতে পাকিস্তান। ২-০-তে এগিয়ে থেকে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। আগামীকাল রোববার লাহোরে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। আজ সিরিজের শেষ ম্যাচ হবে লাহোরে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২৪/৯ (গুনাথিলাকা ৫১, মুনাবিরা ১৯, সামারাবিক্রমা ৩২; হাসান ২/৩১, আশরাফ ৩/১৬, শাদাব ১/১৪)।
পাকিস্তান : ১৯.৫ ওভারে ১২৫/৮ (শেহজাদ ২১, ফখর ১১, হাফিজ ১৪, সরফরাজ ২৮, শাদাব ১৬* সঞ্জয়া ১/৩২, উদানা ১/১৭, পাথিরানা ১/১৮, থিসারা ৩/২৪)। ফল : পাকিস্তান ২ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : শাদাব খান (পাকিস্তান)। সিরিজ : ৩ ম্যাচে ২-০তে এগিয়ে পাকিস্তান। আন্তর্জাতিক টি-২০’র হ্যাটট্রিকম্যান
বোলার দেশ প্রতিপক্ষ ভেন্যু সাল
ব্রেট লী অস্ট্রেলিয়া বাংলাদেশ কেপ টাউন ২০০৭
জ্যাকব ওরাম নিউজিল্যান্ড শ্রীলংকা কলম্বো ২০০৯
টিম সাউদি নিউজিল্যান্ড পাকিস্তান অকল্যান্ড ২০১০
থিসারা পেরেরা শ্রীলংকা ভারত রাঁচি ২০১৬
লাসিত মালিঙ্গা শ্রীলংকা বাংলাদেশ কলম্বো ২০১৭
ফাহিম আশরাফ পাকিস্তান শ্রীলংকা আবু ধাবী ২০১৭
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।