Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এপ্রিলে ব্রিটেন ও সউদি সফরে যাবেন ওবামা

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে যুক্তরাজ্য ও সউদি আরব সফর করবেন। দেশ দুটি সফরকালে তিনি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ও মধ্যপ্রাচ্যের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে যথাক্রমে ব্রিটিশ ও সউদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়, ব্রিটেন সফরকালে ওবামা উইন্ডসর ক্যাসেলে রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে মধ্যহ্নভোজ করবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ডেভিড ক্যামেরনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। আগামী জুন মাসে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোটকে সামনে রেখে ওবামার এই ব্রিটেন সফর। ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নে থাকার জন্য ওবামা ব্রিটিশ কর্তৃপক্ষকে তার জোরালো সমর্থনের কথা জানাবেন। এদিকে, সউদি আরব সফরকালে মার্কিন প্রেসিডেন্ট উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি মর্ধপ্রাচ্য পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্রের তীক্ষণœ নজরদারির বিষয়টি সউদি কর্তৃপক্ষকে অবহিত করবেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এপ্রিলে ব্রিটেন ও সউদি সফরে যাবেন ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ