Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ের স্বাধীনতা অসম্ভব : চীন

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হংকং কখনোই একটি স্বাধীন বা স্বশাসিত দেশ হবে না। একথা বলেছেন চীনের এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। কয়েক দিন আগে, হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের বুলেটিনে ছাপা হয়, ২০৪৭ সাল নাগাদ হংকংকে একটি আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দেবে জাতিসংঘ। তখন দেশটির নিজস্ব সংবিধান হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ চলবে। ওই লেখার জবাবে চীনের পার্লামেন্টারি আইন কমিটির প্রধান কুইয়ো শিয়াওয়াং বলেন, এটা অসম্ভব। কিভাবে হংকং স্বাধীন হতে পারে। হংকং চীনের অংশ হলেও এর কিছু বাড়তি অধিকার রয়েছে। ১৯৯৭ সালে ব্রিটেন থেকে চীনের কাছে হস্তান্তর হয় হংকং। এর পর থেকে নিজস্ব আইনে পরিচালিত হয় এ অঞ্চল। এক দেশ, দুই ব্যবস্থা নীতিতে দেশটি ৫০ বছর পরিচালিত হবে। তবে ২০১৪ সালে ছাত্রদের একটি বিক্ষোভে দাবি তোলা হয়, হংকংয়ের প্রধান কর্মকর্তা হতে হলে নির্বাচন করতে হবে সরাসরি ভোটে। এ পদটিতে এখন বেইজিং নিয়োগ দেয়। সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে চীন। আর বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এর মধ্যেই কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হংকংয়ের স্বাধীনতা অসম্ভব : চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ