Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতায় অটল থাকার আহ্বান পুজদেমনের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে দুই মাসের মধ্যে সেখানে নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়। গত শুক্রবার কাতালান পার্লামেন্টে ৭০-১০ ভোটে স্বাধীনতার ঘোষণা পাস হয়; এর ঘণ্টাখানেকের মধ্যেই স্পেনের সিনেট কাতালোনিয়াকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়। পরে এক জরুরি বৈঠকে বসে রাখয়ের মন্ত্রিসভা। সেখান থেকেই কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে ২১ ডিসেম্বর অঞ্চলটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বলে বিবিসি জানিয়েছে। মাদ্রিদ সরকারের এসব সিদ্ধান্ত সত্তে¡ও টুইটারে দেয়া এক বার্তায় স্বাধীনতার ঘোষণায় অটল থাকতে কাতালানবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুজদেমন। ভবিষ্যতেও সঙ্কটের কিংবা উদযাপনের মুহূর্তগুলোতে এখনকার মতো মুক্ত ভূমি হিসেবেই পরিচিত হবে কাতালোনিয়া, বলেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচন দিলেও কাতালোনিয়ার সঙ্কট সহজে মিটবে না। নতুন নির্বাচনের পর পার্লামেন্টে স্বাধীনতাপন্থিদের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাবে বলেও ধারণা করছেন তারা। আঞ্চলিক পুলিশ ও সরকারি কর্মকর্তাদের অনেকেই স্বাধীনতার পক্ষে থাকায় কাতালান প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে স্পেন সরকারের নেওয়া পদক্ষেপগুলো আদৌ কার্যকর হবে কি না তা নিয়েও আছে সংশয়। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ