মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুষারঝড় আতঙ্কে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় শহরগুলোর বাসিন্দারাই সবচেয়ে আতংকগ্রস্ত বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এ কারণে বেশকিছু শহরে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। কারণ এ ঝড় একবার শুরু হলে বাতাসের সঙ্গে তুষার মিশে কাঁপুনি ধরিয়ে দেবে লাখ লাখ মানুষের। স্থানীয় সময় গতকাল শুক্রবার থেকে ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে তীব্র ঝড় বয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা। খবরে বলা হয়, পূর্ব উপকূলীয় শহরগুলোতে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। এ ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের শহরগুলোর ভেতর-বাইরে বিমানের হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মুদি দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। ঝড়ের আতঙ্কে এরই মধ্যে কয়েকটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তীব্র ঝড় হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর নিউইয়র্ক সিটিতে শনিবার সকালে তীব্র তুষারঝড় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।