Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০০৬ এর ২৮ অক্টোবরের ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে বিএনপি-যুবলীগ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘বিএনপি-জামায়াত যে গণতন্ত্র ধ্বংস করার জন্যই সব সময় কাজ করে ২০০৬ এর ২৮ অক্টোবর তার প্রমাণ। ২০০৬ সালে বিএনপি সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে যজ্ঞে নেমেছিল, আজও বাঙ্গালি জাতি তা ভোলেনি। অথচ, কি পরিহাস, তারাই আজ গণতন্ত্রে কথা বলেন, সংবিধানের কথা বলে।’
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি যে একটি ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী দল ২০০৬ এর ২৮ অক্টোবর তার প্রমাণ।’ ওই দিন নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে আবার যেন এরকম নারকীয় সন্ত্রাস না হয়, সেজন্য বিএনপি রূপী সন্ত্রসীদের প্রতিরোধ করতে হবে।’
ওমর ফারুক চৌধুরী প্রশ্ন করেন, ‘তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছিল কে? বিএনপিবিএনপি তাদের দলীয় লোককে তত্ত¡াবধায়ক সরকার প্রধান করার জন্য, সংবিধান সংশোধন করেছিল। বিচারপতি কে এম হাসানকে প্রধান বিচারপতি করে বিএনপি শুধু তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থাকে অকার্যকর করেনি, বিচার বিভাগকেও কলুষিত করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল। ‘নির্বাচন কমিশন’ প্রতিষ্ঠানকে বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত করেছিল।’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষ যখন এসবের প্রতিবাদে রাস্তায় নেমেছিল তখন বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ক্যাডাররা নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ চালিয়েছিল। বাংলাদেশের মানুষ কি বিএনপি জামায়াতের ওই তান্ডব এত সহজে ভুলে যাবে?’ তিনি বলেন, ‘সেদিন সাধারণ মানুষ প্রমাণ করেছে, সন্ত্রাসীদের চেয়ে জনতার শক্তি অনেক বড়। এটাই জনগণের ক্ষমতায়ন। এটাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ