Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয়দের বন্য মানুষ মনে করতেন চার্চিল

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ভারতীয়দেরকে বন্য মানুষ বলে মনে করতেন। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকায় এ তথ্য প্রকাশ করে বলা হয়, ১৯৪৩ সালে ভারতে বাংলাভাষী অধ্যুষিত অঞ্চলে দুর্ভিক্ষের সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন, তিনি ভারতীয়দের ঘৃণা করেন। তারা বন্য মানুষ এবং বন্য ধর্মে বিশ্বাসী। খরগোশের মতো জন্মহারের কারণেই এমন দুর্ভিক্ষ হয়েছে বলে দাবি করেছেন চার্চিল। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে ৪০ লাখ বাংলাভাষী মারা যায়। অথচ ওই সময় ভারত থেকে খাবার নেয়া হয়েছে ব্রিটিশ সৈন্যদের জন্য এবং খাবার রপ্তানি হয়েছে গ্রিসে। পত্রিকাটি লিখেছে, ব্রিটিশ শাসনকালে ভারতের কয়েকটি দুর্ভিক্ষে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি ৯০ লাখ মানুষ মারা যায়। খাদ্যের অভাবে এসব দুর্ভিক্ষের সময় লাখ লাখ টন গম ভারত থেকে ব্রিটেনে নিয়েছে ব্রিটিশরা। ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়দের বন্য মানুষ মনে করতেন চার্চিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ