Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানের ওপর থেকে জাপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির অংশ হিসেবেই টোকিও এ পদক্ষেপ নিল। গত শুক্রবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় জাপান। চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর আগে পরমাণু কর্মসূচির ব্যাপারে তেহরান চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে বলে গত ১৬ জানুয়ারি নিশ্চিত করে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এর পর থেকেই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানের ওপর থেকে জাপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ