Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণকন্যা শিলার বিয়ে

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের হয়ে রেকর্ডসহ দুই স্বর্ণপদক জয়ী স্বর্ণকণ্যা সাঁতারু মাহফুজা খাতুন শিলা বিয়ের পিঁড়িতে বসছেন। আজ দেশের আরেক কৃতী সাঁতারু ২০০৬ কলম্বো এসএ গেমসে স্বর্ণজয়ী শাহজাহান আলী রনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। যশোরের অভয়নগরের নওয়াপাড়া গ্রামে জীবনের আরেক অধ্যায়ের সূচনা করছেন এই স্বর্ণকন্যা। সেনাবাহিনীর সাঁতারু চাঁপাইনবাবনগঞ্জের রেহাইচর গ্রামের রনিকে পছন্দ করেই বিয়ে করছেন শিলা। চার ভাইবোনের মধ্যে শিলা চতুর্থ। তিনি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সংবাদিকতায় মাস্টার্স করেছেন। অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন বাংলাদেশ নৌবাহিনীতে। সুইমিং পুলে ঝড় তোলা লাল-সবুজের এই কৃতি মহিলা সাঁতারু দেশ এবং বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ এখন পর্যন্ত ৫২টি পদক জিতেছেন। এবার বর হিসেবে ভালোবেসেই বেছে নিয়েছেন আরেক সাঁতারুকে। গতকাল নওয়াপাড়ার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে শিলার গাঁয়ে হলুদের অনুষ্ঠান ছিলো। আত্মীয়-স্বজন ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী ও সতীর্থ সাঁতারুদের পদচারণায় মুখরিত ছিল এই অনুষ্ঠান। হলুদের পিড়িতে বসেই শিলা মুঠোফোনে দৈনিক ইনকিলাবকে বলেন, ‘আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, যেন স্বামী-সংসার নিয়ে আমি সুখী হতে পারি।’ শিলার বিয়েতে এলাকার গণ্যমান্য ব্যাক্তি-বর্গ ছাড়াও সাঁতার অঙ্গনের অনেককেই দাওয়াত করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে শিলাকে শুভেচ্ছা পাঠানো হচ্ছে। এবারের এসএ গেমসে বাংলাদেশের জয় করা চার স্বর্ণপদকের মধ্যে শিলাই জিতেছেন দু’টি। এর মধ্যে তিনি ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন গেমস রেকর্ডও গড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণকন্যা শিলার বিয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ