মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহীসুরের শাসক, ইতিহাসের বিরাট অংশ জুড়ে থাকা টিপু সুলতানকে উপলক্ষ করে টিপু জয়ন্তী পালন করবে কর্নাটক সরকার। এ নিয়ে স্থানীয় কংগ্রেস ও বিজেপি মুখোমুখি অবস্থান নিয়েছে। আগামী ১০ই নভেম্বর এ উৎসব পালনের কথা। এরই মধ্যে ওই অনুষ্ঠান থেকে নিজের নাম প্রত্যাহার করতে কর্নাটকের মুখ্য সচিবের কাছে লিখিতভাবে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেজ। অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির এমপি শোভা কারান্দেজ ও নলিনী কুমার কাতিল। উল্লেখ্য, তৎকালীন মহীসুরের শাসক টিপু সুলতান এ রাজ্যের শাসক সুলতান হায়দার আলীর বড় ছেলে। উপমহাদেশে ইতিহাসে তিনি নিজের নাম অমর করে গেছেন। কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছেন মন্ত্রী অনন্ত কুমার হেজ। টিপু সুলতানকে তিনি ‘নুশংস খুনী’ ও ‘গণধর্ষক’ হিসেবে অভিহিত করেছেন। এ ঘটনায় তোলপাড় চলছে কর্নাটকে। কর্নাটক সরকারের সৌজন্যে তৃতীয় বারের মতো ১০ই নভেম্বর আয়োজন করা হয়েছে টিপু জয়ন্তী। কিন্তু এ অনুষ্ঠান নিয়ে কংগ্রেস দল ও বিজেপি নিজেরা বিভক্ত হয়ে আলাদা শোডাউনের সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার বিজেপি নেতারা বলেছেন, তারা এ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র থেকে তাদের নাম মুছে ফেলতে চান। এখনও এ কার্ড ছাপা হয়নি। তাই মন্ত্রী অনন্ত কুমার কর্নাটকের মুখ্যসচিবকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। বলেছেন, সরকারি এই অনুষ্ঠান থেকে তার নাম যেন বাদ দেয়া হয় এবং তিনি অনুষ্ঠান বর্জন করবেন। দ্রæততার সঙ্গে তাকে অনুসরণ করেন বিজেপির এমপি শোভা ও নলিনী কুমার। মন্ত্রী অনন্ত কুমার শুক্রবার এক টুইটে লিখেছেন, কর্নাটক সরকারের কার্ছে বার্তা, তারা যেন আমাকে লজ্জাজনক এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানান। এ অনুষ্ঠানে একজন নৃশংস খুনিকে, অতিশয় অনুরক্ত ও গণ ধর্ষণকারীকে মহিমান্বিত করা হবে। জবাবে শনিবার সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলেন, প্রটোকল অনুযায়ী সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে নির্বাচিত প্রতিনিধিদের নাম থাকতে হয়। এক্ষেত্রে ওই সদস্য অনুষ্ঠানে আসবেন কি না আসবেন এটা তার বিষয়। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।