গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য শিশু উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রেসক্লাব সদস্যদের সন্তানরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও আবৃতি। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহিদ উল আলম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাবের সহ-সভাপতি সালাহ উদ্দিন মোঃ রেজা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।