গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে টেম্পু উল্টে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মাদরাসার কাছে এই ঘটনা ঘটে। নিহত মো. হানিফ (৪৫) ট্রাফিক উত্তর বিভাগে এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন।
বাকলিয়া থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) দেবব্রত কর জানান, দায়িত্ব শেষ করে টেম্পুতে করে হানিফ হালিশহর এলাকায় বাসায় ফিরছিলেন। বায়তুশ শরফ মাদরাসা এলাকায় কদমতলী ফ্লাইওভার থেকে টেম্পুটি নামার সময় উল্টে গিয়ে হানিফ আহত হয়। দুপুর দুইটা পর্যন্ত বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় দায়িত্ব পালন করেছিলেন হানিফ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টিআই দেবব্রত বলেন, টেম্পুর চালকের পাশে বসেছিলেন হানিফ। ফ্লাইওভার থেকে নামার সময় টেম্পুর সামনে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি উল্টে যায় বলে জানান তিনি। মাথায় আঘাত পেয়ে হানিফের কান ও নাক দিয়ে রক্ত বের হয়। এ সময় পুলিশ উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হানিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।