মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম-বিরোধী ভ্রমণ নিষেধাজ্ঞা দ্বিতীয়বারের মতো আটকে দিয়েছে দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের বিচারক বলেছেন, এ ভ্রমণ নিষেধাজ্ঞা মূলত মুসলমানদেরকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে যা মার্কিন সংবিধান-বিরোধী। আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের ফেডারেল বিচারক থিওডোর চুয়াং নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা থেকে এবারের নিষেধাজ্ঞায় প্রকৃতপক্ষে কোনো পরিবর্তন নেই। ফলে ছয়টি মুসলিমপ্রধান দেশ ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়ার নাগরিকদের ওপর আমরিকা ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বৈষম্যমূলক ও শুধুমাত্র একটি ধর্মের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীরা দিনকে দিন আরো বেশি ধনী হচ্ছেন, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো তার সম্পদ খুইয়েছেন। ফোর্বস ম্যাগাজিন শীর্ষ ৪০০ বিলিয়নেয়ারের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় দেখা যায়, ট্রাম্প ৬০ কোটি মার্কিন ডলার হারিয়েছেন এবং এখন তার মোট সম্পদের পরিমাণ ৩১০ কোটি ডলার। গত মঙ্গলবার প্রকাশিত তালিকায় টানা ২৪তম বছরের মতো শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৯০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৮ হাজার ১৫০ কোটি ডলার। কেবল ব্যক্তিগত খাত থেকে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমানে এ তালিকার ২৪৮ নম্বরে আছেন। যৌথভাবে একই অবস্থানে আছেন এ তালিকার সবচেয়ে কনি ২৭ বছর বয়সী ইভান স্পিগেল, যিনি স্ন্যাপের সহপ্রতিাতা। ফোর্বস জানায়, নিউইয়র্কের খুচরা ও বাণিজ্যিক রিয়েল এস্টেট বাজার দুর্বল হয়ে যাওয়ায় ট্রাম্পের সম্পদের পরিমাণ কমেছে। ম্যানহাটনের এই টাইকুন ২০১৬ সালের তালিকায় ১৫৬ নম্বরে অবস্থান করেছিলেন। সে বছরই তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ফোর্বস জানায়, তাদের ৩৬তম বার্ষিক তালিকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনীর সম্পদ ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে। গত বছর তা ছিল ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। এ তালিকায় প্রবেশের জন্য অন্তত ২০০ কোটি ডলারের সম্পদ প্রয়োজন। এ বছর নতুন ২২ জন এ তালিকায় যুক্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন নেটফ্লিক্সের সহপ্রতিাতা ও প্রধান নির্বাহী রিড হেস্টিংস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবার স্মিথসহ ২৬ জন এ তালিকা থেকে বাদ পড়েছেন। ফেসবুকের মার্ক জাকারবার্গ তার সম্পদে ১ হাজার ৫৫০ কোটি ডলার যুক্ত করেছেন এবং ৭ হাজার ১০০ কোটি ডলার নিয়ে তালিকার চতুর্থ স্থানটি অক্ষুণœ রেখেছেন। পার্সটুডে,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।