Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহকর নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই আমি সবার কথা শুনব- সংবাদ সম্মেলনে চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আইনী কাঠামোর মধ্যে নগরবাসীর কথা শুনে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। এ নিয়ে কারও অভিযোগ থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে হবে। গতকাল (বুধবার) নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে হোল্ডিং ট্যাক্স বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র একথা বলেন। মেয়র নাছির বলেন, এখানে কোনো রাজনীতি, সংকীর্ণতা বা উদ্দেশ্য থাকতে পারে না। এটি সিটি কর্পোরেশনের দায়িত্ব। অ্যাসেসমেন্টে অনিয়ম হলে একমাত্র উপায় আপিল করা। আরও সহযোগিতার জন্য চসিকের হেড অফিস ছাড়াও প্রতিটি কাউন্সিলর অফিস আপিল ফরম সংগ্রহ ও জমা নেবে। আপিল বোর্ড দ্রæত কাজ শুরু করবে। ইতোমধ্যে ৪০ হাজারের বেশি আপিল সিটি কর্পোরেশনে জমা পড়েছে। আইনি কাঠামোয় থেকে যত সুযোগ আছে নগরবাসীর জন্য করব, সহায়তা ও ছাড় দেব। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। আমার দুয়ার সবার জন্য খোলা। যে যখন কথা বলতে চান আমি শুনব। হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে জনগণের সাথে মতবিনিময় করা হবে।
ভাড়ার ওপর কর নির্ধারণ প্রসঙ্গে মেয়র বলেন, আইনি কাঠামোতে ভাড়ার বাইরে গিয়ে কিছু করার এখতিয়ার, বিধান, ক্ষমতা নেই। আমরা লিফলেট, মাইকিং, বিজ্ঞপ্তিতে বারবার বলেছি কোনো অ্যাসেসর যদি দুর্ব্যবহার করে, অনিয়ম করে জানাতে। কিন্তু আমাদের কাছে একজন নগরবাসীও অভিযোগ করেননি। তারপরও বলছি, কারও বক্তব্য থাকলে আপিলের সময় ধৈর্য ধরে শুনব। আন্তরিকভাবে বিবেচনা করব। বাসা-বাড়ি খালি থাকলে কর রেয়াত সুবিধা আছে। পানিবদ্ধতা বা অন্য কারণে বছরের পর বছর খালি থাকলে করের আওতামুক্ত থাকবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে। মেয়র বলেন, সিটি কর্পোরেশন সেবামূলক প্রতিষ্ঠান। আইনী কাঠামোর মধ্যে কাজ করতে হয়। সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করে। এখন আইন কথা বলতে শুরু করেছে। একসময় জবাবদিহিতা ছিলনা, এখন জবাবদিহি করতে হয়। নগরবাসীর সহযোগিতা ছাড়া সেবা নিশ্চিত করা সম্ভব নয়। সকল সেবা নিশ্চিত করা যাবে যখন চসিক সক্ষমতা অর্জন করবে।
সাবেক মেয়রদের দিকে ইঙ্গিত করে নাছির বলেন, এ চেয়ারে যারা বিগত দিনে দায়িত্ব পালন করেছেন, নগরবাসীকে সেবা দিয়েছেন, চট্টগ্রামকে আজকের অবস্থানে আনার পেছনে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি সহযোগিতার আহŸান জানান। তিনি বলেন, আমার মেয়াদের বাকি তিন বছরের মধ্যে নগরীর এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না। শতভাগ আলোকায়ন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিটি মেয়র নাছির বলেন, একটি আইনী কাঠামোর গৃহকর নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মেয়র এম মনজুর আলমের চিঠির জবাব লিখিতভাবে দেবেন বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সাবেক দুই মেয়র ও সাবেক কাউন্সিলররা প্রাতিষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। একেক জনের চিঠির বিষয় একেক রকম। কয়েকদিনের মধ্যে লিখিতভাবে জবাব দেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ইসমাইল বালি, শৈবাল দাশ সুমন, গিয়াস উদ্দিন, আবিদা আজাদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহকর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ