Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালহার খুনি সন্দেহে ২ ছিনতাইকারী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা হত্যার সাথে জড়িত সন্দেহে দু’জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-আব্দুর রহমান ওরফে মিলন (২০) ও বেলাল হোসেন সবুজ (২৫)। তাদের কাছ থেকে নিহত তালহার মানিব্যাগ, মোবাইল ফোন এবং একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। গত ৮ অক্টোবর সকালে টিকাটুলি কেএমদাস লেনের বাসা থেকে বের হন তালহা। এ সময় একশত গজদূরে ছিনতাইকারীরা একজন রিকশারোহীর কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিরোধ করার চেষ্টা করেন তিনি। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ও টাকা-মানিব্যাগ নিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তালহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুনি

১১ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ