মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আপিল কোর্টের প্রবীণ বিচারক মেরিক গারল্যান্ডকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনীত করেছেন। গারল্যান্ডকে এ পদে মনোনয়নের ঘোষণার মধ্য দিয়ে ওবামা তার অটল অবস্থানই জানান দিয়েছেন। এতে করে বিচারপতি নিয়োগের ঘোর বিরোধিতা করে আসা সিনেট রিপাবলিকানদের সঙ্গে ওবামার তীব্র রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হলো বলে মনে করা হচ্ছে। ৬৩ বছর বয়সী গারল্যান্ড ওয়াশিংটন আপিল কোর্টের প্রধান বিচারক এবং সাবেক কৌঁসুলি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি অ্যান্তনিন স্কালিয়ার উত্তরসূরি হিসেবেই গারল্যান্ডকে মনোনীত করলেন প্রেসিডেন্ট ওবামা।
মনোনয়নের ঘোষণা দিয়ে হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ওবামা বলেন, আমি একজন প্রার্থীকে বাছাই করেছি। তিনি এমন একজন মানুষ যিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দু’পক্ষেরই শ্রদ্ধার পাত্র। দীর্ঘ কর্মজীবনে তিনি নম্রতা, ভদ্রতা, সততা, ন্যায়পরায়ণতার স্বাক্ষর রেখেছেন। এতসব গুণের কারণেই তিনি সবার কাছে সমাদৃত। সুপ্রিম কোর্টের কাজেও তিনি একই বৈশিষ্ট্যে স্বাক্ষর রাখবেন। অবিলম্বেই তিনি সেখানে কাজ করতে একান্তভাবে প্রস্তুত। কিন্তু ওবামার মনোনীত যে কোনও প্রার্থীর জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ চূড়ান্ত হবে তখনই যখন সিনেট তাকে অনুমোদন দেবে।
সিনেটের রিপাবলিকানরা বরাবরই ওবামার বিচারপতি নিয়োগ পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। নির্দিষ্ট সময়ে শূন্যপদে বিচারপতি নিয়োগ প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব বলে ওবামা যুক্তি দিয়ে আসলেও তার এ উদ্যোগের ঘোর বিরোধিতা করছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা। তাদের বক্তব্য হলো আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্যপদ পূরণ করা হোক, এর আগে নয়। তাছাড়া রিপাবলিকানরা ওবামার মনোনীত যে কোনও প্রার্থীকে নিয়ে সিনেটে ভোটাভুটি আটকে দেওয়ার হুমকিও দিয়েছেন। তারা বিচারপতি নিয়োগের দায়িত্ব দেশের নতুন প্রেসিডেন্টের ওপরই আরোপ করতে চান। গত ১৩ ফেব্রুয়ারি রক্ষণশীল হিসেবে পরিচিত বিচারপতি অ্যান্তনিন স্কালিয়া মারা যাওয়ার পর আদালতে শূন্যতা সৃষ্টি হয়। স্কালিয়ার মৃত্যুতে নয় সদস্যের সুপ্রিম কোর্ট বিচারপতি প্যানেলে এখন ৪-৪ সমতা বিরাজ করছে। শূন্য পদে নতুন বিচারপতি নিয়োগে এই ভারসাম্য নষ্ট হতে পারে আশঙ্কায় রিপাবলিকানরা ওবামার প্রচেষ্টা রুখে দিতে চাইছে। কিন্তু গারল্যান্ডকে এ পদে মনোনয়নের ঘোষণা দিয়ে ওবামা তার অটল অবস্থানই জানান দিয়েছেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।