মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত নথি জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত তার শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখার জন্য নির্বাচন কমিশন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়কে ওই নথি জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রের খবর, স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলার শুনানি ছিল গত বুধবার। এদিনই নির্বাচন কমিশন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতার নথিপত্র আদালতে জমা দেয়া হয়। কিন্তু ওই নথি যথেষ্ট নয় বলে জানিয়েছেন দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরবিন্দর সিং। স্মৃতি ইরানি যে দিল্লি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন তার সমস্ত নথি এবং এই মামলা সম্পর্কিত অন্যান্য নথিপত্রও পুনরায় আদালতে জমা দেয়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া গত লোকসভা নির্বাচনের সময় স্মৃতি ইরানি তার শিক্ষাগত সম্পর্কিত যে তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন সেগুলিও আদালতে পেশ করার ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারক। তিনি জানিয়েছেন, আগামী ৩ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিনই দিল্লি বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনকে স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত নথি জমা দিতে হবে। উল্লেখ্য, দিল্লি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে বিএ পার্ট ওয়ান পাস করেছিলেন বলে দাবি স্মৃতি ইরানির। গত লোকসভা নির্বাচনের সময় কমিশনেও এই তথ্য পেশ করেছেন তিনি। কিন্তু এই তথ্য মিথ্যা দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন লেখক আহমের খান। তিনি জানান, স্মৃতি ইরানি দশম কিংবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। আইপিসি এবং আরপিএ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন তিনি। তারপর গত বছরের ২০ নভেম্বর আহমের খানের এই মামলাটি গ্রহণ করে আদালত। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।