Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃত্রিম ভূমিকম্পে ফের কেঁপে উঠল উ. কোরিয়া

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফের কৃত্রিম ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, পরমাণু বিস্ফোরণের জের ধরেই এ কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তরের (কেএমএ) বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, গত বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.২। কেএমএ আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র এক কিলোমিটার গভীরে এবং মাত্র ২১ কিমি এলাকাজুড়ে এটি অনুভূত হয়। গভীরতা ও প্রকৃতি বিচার করে মনে হচ্ছে, কোনো পরমাণু বিস্ফোরণের কারণেই ওই এলাকা কেঁপে উঠেছে। এর আগে, গত ৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় ৪.৮ মাত্রায় কেঁপে ওঠে উত্তর কোরিয়া। কিছু পরই কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিস্ফোরণের জের ধরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃত্রিম ভূমিকম্পে ফের কেঁপে উঠল উ. কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ