বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সদর উপজেলায় শিশু ধর্ষণ মামলার এক আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার খুরুশকুল এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন।
নিহত সেলিম (২২) কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার মোহাম্মদ ইউনুসের ছেলে।
র্যাব কর্মকর্তা মেজর রুহুল জানান, খুরুশকুল এলাকায় সেলিম ও তার সহযোগীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল।
তিনি জানান, র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তারা গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
'বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান পাওয়া যায় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ফিশারিপাড়ায় গত ২৩ আগস্ট তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিমকে আসামি করে মামলা করেন ওই শিশুর বাবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।