পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। শিশুটির নাম অনন্যা আক্তার ঐশী। সে ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর দুই-তিন বছর ধরে আর স্কুলে যায় না। গতকাল সোমবার ওই শিশুটিকে বিয়ের আসর থেকে উদ্ধার করে মুচলেকা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর বসুগাঁও এলাকার গোলাম রসুলের বাড়ির ভাড়াটিয়া সামসুদ্দিন মিয়া তার নাবালিকা মেয়েকে বিয়ে দিচ্ছে এমন খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ সোমবার দুপুর একটার দিকে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি ওই বাড়ি থেকে নাবলিকা শিশু অনন্যা আক্তার ঐশী, তার পিতা সামসুদ্দিন ও ফুফু হালিমাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ঐশীকে আঠার বছরের আগে বিয়ে দিবে না এমন মুচলেকা দিয়ে তার পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, শিশু ঐশীর রোববার গায়ে হলুদ হয়েছে। সোমবার তার বিয়ের দিন ধার্য ছিল এবং বিয়ের সকল আয়োজনও সম্পন্ন হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাল্য বিয়ে বন্ধ করা হয়। শিশুটির পিতা ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দিবেনা এমন মুচলেকা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।