Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ফোনালাপে ব্যস্ত নারী চালক : ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ১৬ অক্টোবর, ২০১৭

সউদী আরবে গত মাসে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা মানবাধিকার সংগঠনগুলো এবং সে দেশের নারীরা এতে উচ্ছ¡াস প্রকাশ করে। কিন্তু নারীরা গাড়ি চালানো শুরুর কয়েক দিনের মাথায় এক সড়ক দুর্ঘটনার পর থেকেই নারীদের গাড়ি চালানোর বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে থাকে।
এবার ক্রসিংয়ে আটকা পড়া এক নারী গাড়ি চালকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা ভাইরাল হয়ে গেছে। ওই নারী গাড়িতে চালকের আসনে বসে মোবাইলে কথা বলছিলেন। সে সময় তিনি গাড়ির স্টিয়ারিং পর্যন্ত ছেড়ে দিয়ে রেখেছিলেন।
পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি সেই ভিডিও ধারণ করেছেন। চিত্রগ্রাহক ওই নারী চালকের গাড়ির চারপাশে ঘুরে ঘুরে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন। গড়ির নম্বর প্লেটও দেখা যায় ভিডিওতে।
বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে গাড়ির জানালার গ্লাস তুলে দেন চালক। একপর্যায়ে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরে চলে যান। চলে যাওয়ার সময় জানালা দিয়ে হাত বাড়িয়ে মোবাইলে দৃশ্যধারণকারীকে কিছু বলতে দেখা যায়। অবাচনিক ইঙ্গিতে বোঝা যায়, ভিডিও ধারণকারীর উপর বেজায় চটেছেন তিনি। সূত্র : খালিজ টাইমস



 

Show all comments
  • Jashim Uddin ১৬ অক্টোবর, ২০১৭, ১২:১৪ পিএম says : 0
    অধিকারের চেয়ে বেশী পেলে যা হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ