গহীণ বালুচর সিনেমার গানের অ্যালবাম
মোড়ক উন্মোচন হলো বদরুল আনাম সৌদ পরিচালিত গহীণ বালুচর সিনেমার। গত রোববার সন্ধ্যায় একটি রেস্তোঁরায় অডিও অ্যালবামটির মোড়ক উন্মেচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক বদরুল আনাম সৌদ, তৌকীর আহমেদ, চিত্রলেখা গুহ, অনিমেষ আইচ, ভাবনা। সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সুর্বণা মুস্তাফা, নীলা, মুন তানভীর, আবুল কালাম আজাদ প্রমুখ। সরকারি অনুদানে নির্মিত গহীন বালুচর সিনেমায় রয়েছে পাঁচটি গান। গানগুলো কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নি, লিজা, ঐশী, চন্দন সিনহা, ফাহিমা নাসরিন, সাব্বির, মনির ও জয়িতা। সবগুলো...