Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কারের জন্য জমা দেয়া হয়েছে সোনাবন্ধু

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অস্কারের জন্য জমা দেয়া হয়েছে ডি এ তায়েব অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনাবন্ধু। গত সপ্তাহে সিনেমাটি বাছাই পর্বে জমা দেয়া হয়। এ প্রসঙ্গে ডি এ তায়েব বলেন, মুক্তির পর সোনাবন্ধু নিয়ে সুধীমহল ও দর্শকদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমি অভিভূত। দর্শকদের এই ভালবাসা নিয়েই অস্কার কমিটিতে সিনেমাটি জমা দিয়েছি। আশা করছি, বাছাই কমিটি বাংলাদেশ থেকে সিনেমাটিকে মনোনীত করবেন। তিনি বলেন, গল্প সমৃদ্ধ পরিপূর্ণ বিনোদনমূলক একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পেরে, নিজের কাছে ভাল লাগছে। আমাদের চিরায়ত সংস্কৃতির মধ্য থেকে একটি মৌলিক গল্প সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা হয়েছে সিনেমাটির মাধ্যমে। অস্কারে মনোনীত হলে বিশ্ববাসী এ সিনেমাটির মাধ্যমে আমাদের সমাজ, সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। আমি আশাবাদী অস্কারের জন্য সিনেমাটি মনোনীত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ