Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

১৮ অক্টোবর সন্ধ্যায় দেশে পৌঁছবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১০:৪০ এএম

আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এমিরেটস এ্যায়ারলাইন্সের ফ্লাইটে দেশে পৌঁছবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ তথ্য নিশ্চিত করছেন বিএনপি চেয়ারপার্সনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান। আগামীকাল ১৫ অক্টোবর রোববার লন্ডন সফররত বেগম খালেদা জিয়ার ডাক্তার দেখানোর শিডিউল নির্ধারিত রয়েছে। এদিন ডাক্তার দেখানোর পরই দেশে ফেরার প্রস্তুতি নেবেন তিনি।
এদিকে, আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই দেশে ফিরছেন। খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই দেশে আসছেন। এই মাসের মধ্যে নয়, আমি আশা করি এ সপ্তাহেই তিনি দেশে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ