Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও টেস্টের ‘যোগ্য’ নন নাঈম!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 আরিফ-জিয়া-মিজানের শতক
 মার্শালের ২ রানের আক্ষেপ
 এনামুল জুনিয়রের ৫ উইকেট
জাতীয় লিগে রান করেই চলেছে তার ব্যাট। চলতি বছরই ১১ ম্যাচে করেছেন ৬ সেঞ্চুরি। গড়েছেন প্রথম শ্রেনির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ সেঞ্চুরির রেকর্ড। এরপরও নির্বাচকদের সুদৃষ্টির আড়ালেই রয়ে গেছেন মোহাম্মাদ নাঈম ইসলাম। এবার তাই দ্বিশতক হাঁকিয়ে নির্বাচকদের দিকে বিষ্ময়ের তীর ছুড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় প্রথম দিনে অপরাজিত ছিলেন ১২০ রানে। গতকাল সেটাকে রুপ দেন দ্বিশতকে, ক্যারিয়ারে যা তার প্রথম। তাইবুর রহমানের বলে শুভাগত হোমের কাছে ক্যাচ দেয়ার আগে ২১৬ রানের ইনিংসটি ৩৪৯ বলে ২৩টি চার ও ৫ ছক্কায় সাজান নাঈম।
ব্যাট হাতে উজ্জ্বল দিন পার করেছেন আরিফুল হক, জিয়াউর রহমান ও মিজানুর রহমান। ২ রানের জন্য পারেননি মার্শাল আয়ুব। আর বল হাতে দিনের উজ্জ্বলতম নাম মেহরব হোসেন জুনিয়র। প্রথম শ্রেনীর ক্রিকেটে এদিন ৩১তম বারের মত ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ।
আগের দিন নাঈমের সাথে শতক হাকিয়েছিলেন সোহরাওয়ার্দী শুভ। গতকাল তিন অঙ্ক স্পর্শ করেন আরিফুল। খুলনায় ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর বিভাগও পেয়ে যায় বিশাল সংগ্রহ। আরিফুলের সেঞ্চুরি (১৬১ বলে ১০০) পূর্ণ হওয়ার পর পরই ৮ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষনা করে রংপুর। জবাবে ১ উইকেটে ৫৪ রান তুলে দিন শেষ করে ঢাকা। এখনো তারা পিছিয়ে ৫০৬ রানে। ফলো অন এড়াতেই এখনো করতে হবে ৩০৬ রান, হাতে আছে ৯ উইকেট।
রাজশাহীতে রবিউল ইসলাম রবির পর জিয়াউরের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছে খুলনা বিভাগও। ২২২ বলে ১১টি চার ও ৬ ছক্কায় ১৫২ করার পর আহত অবসর নেন জিয়াউর। বরিশাল বিভাগের বোলারদের ভোগান্তি শেষ হয় ৮ উইকেটে ৫১১ রান তুলে খুলনার ইনিংস ঘোষনার পর। জবাবে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে বরিশাল। ফলো অন এড়াতে হাতের ৬ উইকেটে এখনো তাদের করতে হবে ২১৭ রান।
চট্টগ্রামে লেজের দাপটে প্রথম ইনিংসে তিনশ পেরুনো সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট বিভাগ। ৬ উইকেটে ২৫৬ রানে দিন শুরু করা সিলেট ৩১৯ রানে গুটিয়ে যাওয়ার পর ঢাকা মেট্রোপলিটনকেও স্বস্তিতে থাকতে দয়েনি তারা। ৮ উইকেটে ২৩১ রান তুলে দিন শেষ করে মেট্রো। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মার্শাল। এনামুল হক জুনিয়র নেন ৭৭ রানে ৫ উইকেট।
ওদিকে বগুড়ায় বৃষ্টিবিঘিœত দিনে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে লিড নেয়ার পথে রাজশাহী বিভাগ। আগের দিন চট্টগ্রামকে ২৬০ রানে গুটিয়ে নিজেরা ২ উইকেটে ৩৪ রান তুলে দিন শেষ করেছিল রাজশাহী। গতকাল ৬০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে যোগ করে আরো ১৯৫ রান। ওপেনার মিজানুর আউট হন সেঞ্চুরি পূর্ণ করেই। এর আগে খেলেন ১৬৩ বলে ১৩টি ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস। সব মিলে ৫ উইকেটে তাদের সংগ্রহ ২২৯। প্রথম ইনিংসে পিছিয়ে ৩১ রানে।

স ং ক্ষি প্ত স্কো র (২য় দিন শেষে)
সিলেট-ঢাকা মেট্রা (২য় স্তর)
সিলেট ১ম ইনিংস : ১১০.২ ওভারে ৩১৯ (আগের দিন ২৪১/৬)(এজাজ ৪৬, রাহাতুল ২, এনাম জুনিয়র ১০, আবু জায়েদ ২৭, খালেদ ২০*; ডলার ০/৩৩, সৈকত ৩/৫৩, নিহাদ ৩/১০১, ইলিয়াস সানি ১/৩৯, শরিফ উল্লাহ ৩/৭৭, আশরাফুল ০/৯)। ঢাকা মেট্রো ১ম ইনিংস : ৬২ ওভারে ২৩১/৮ (শামসুর ৩১, সৈকত ০, আসিফ ৮, মার্শাল ৯৮, আশরাফুল ৪০, মেহরাব ০, শরিফ উল্লাহ ১৬, ইলিয়াস সানি ৯, জাবিদ ১০*, ডলার ৫*; আবু জায়েদ ১/৫৩, খালেদ ০/২৮, এনামুল জুনিয়র ৫/৭৭, রাহাতুল ১/২৯, শাহানুর ১/৪১)।
খুলনা-বরিশাল (১ম স্তর)
খুলনা ১ম ইনিংস : ১৪০.৪ ওভারে ৫১১/৮ (ডি.) (আগের দিন ৩০৭/৪) (রবি ১১৪, জিয়াউর ১৫২ আহত অবসর, নাহিদুল ৫৩, মঈনুল ৩৭, রাজ্জাক ১২, রবিউল ০*, আল আমিন ১*; তৌহিদুল ০/৬৬, সালমান ২/৭২, নুরুজ্জামান ০/৩৯, মানিক ০/৮, মনির ০/৮৩, সোহাগ ৪/১৪৮, মঈন ১/৫১, ফজলে রাব্বি ১/৩৩, রাফসান ০/৭)। বরিশাল ১ম ইনিংস : ৩৭ ওভারে ৯৪/৪ (রাফসান ১, শাহিন ০, ফজলে রাব্বি ৩০, সালমান ৫৩, নুরুজ্জামান ৩*, মঈন ০*; আল আমিন ১/৩৮, রবিউল ১/২৬, নাহিদুল ১/১৭, রাজ্জাক ১/১৩)।
চট্টগ্রাম-রাজশাহী (২য় স্তর)
চট্টগ্রাম ১ম ইনিংস : ২৬০
রাজশাহী ১ম ইনিংস : ৬৯ ওভারে ২২৯/৫ (আগের দিন ৩৪/২) (মিজানুর ১০২, দেলোয়ার ৬২, জুনায়েদ ১২, ফরহাদ হোসেন ৮*, হৃদয় ১২*; রানা ১/৫৪, হাসান ১/৫১, সাখাওয়াত ১/৫১, রনি ১/৪৭, ওয়াহিদুল ০/১৬, তাসামুল ০/১)।
রংপুর-ঢাকা (১ম স্তর)
রংপুর ১ম ইনিংস : ৫৬০/৮ (ডি.) (আগের দিন ৩২১/৪) (নাঈম ২১৬, ধীমান ১৫, আরিফুল ১০০*, মাহমুদুল ১২, সাজেদুল ১, রবিউল ৮; শরিফ ০/৫৬, আজিম ১/৬২, শুভাগত ৩/১২৫, মোশাররফ ১/১২৫, নাজমুল ১/১১৬, তাইবুর ২/৫৭, আব্দুল মাজিদ ০/৩)।
ঢাকা ১ম ইনিংস : ৫৪/১ (আব্দুল মাজিদ ২৫, রনি ২১*, মিনহাজ ৩*; সাজেদুল ০/১০, রবিউল ০/২, শুভ ০/১৬, মাহমুদুল ০/১১, আব্দুর রহমান ১/১১)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ