Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারদিনের ম্যাচ জিতল ‘এ’ দল

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একমাত্র আনঅফিসিয়াল চার দিনের ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের জন্য চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ১০৫ রান। মধ্যাহ্ন বিরতির পরই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২৭ রান তুলেছিলো স্বাগতিকরা। গতকাল ইয়াসির আলীর অপরাজিত ৪৭ ও উইকেটরক্ষক নুরুল হাসানের ৩১ রানের সুবাদে জয় নিশ্চিত হয়। সফরকারীদের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন ৬৩ রানে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা হন বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ১০৮ রান করা ওপেনার সাদমান ইসলাম।
আগামী ১৭ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দল। সিরিজের পরের চারটি ওয়ানডে হবে ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর। সবগুলোই ম্যাচই হবে কক্সবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ