নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে চীন প্রথম জয় পেলেও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মালয়েশিয়া। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চীন ২-১ গোলে হারায় ওমানকে। বিজয়ী দলের হয়ে ডু তালাকে ও জুয়ান কুইয়াং একটি করে গোল করেন। ওমানের রাশাদ ফাজারি এক গোল শোধ দেন। এই জয়ে ‘বি’ গ্রæপ থেকে সুপার ফোরের আশা জিইয়ে রাখলো চীন। তবে সুপার ফোরে খেলতে হলে আগামীকাল শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতেই হবে তাদের। চীন প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭-১ গোলে হেরেছিল। আর দক্ষিণ কোরিয়া ওমানকে ৭-২ গোলে হারিয়েছিল।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ২-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে। বিজয়ী দলের পক্ষে ফয়জাল সারি ও হাসান আরজি একটি করে গোল করেন। কোরিয়ার সিউঙ্গহুন এক গোল শোধ দেন। প্রথম ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ওমানকে বড় ব্যবধানে হারালেও কাল মালয়েশিয়ার সামনে প্রত্যাশা অনুযায়ী খেলতেই পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা। টানা দুই জয়ে মালয়েশিয়া সুপার ফোর নিশ্চিত করলেও কোরিয়ার পড়েছে অনিশ্চয়তার মুখে। শেষ ম্যাচে চীনকে হারাতে না পারলে সুপার ফোর খেলা হবেনা কোরিয়ানদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।