Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের চমক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

তিনটি পেনাল্টি, সাত গোল ও এক লালকার্ডের উত্তেজনা ছড়ানো ম্যাচে চমক দেখানো জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে সাদা-কালোরা। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মোহামেডান জয় পায় ৪-৩ গোলের। বিজয়ী দলের হয়ে কিংসলে চিগোজি দু’টি এবং বিপলু আহমেদ ও মিঠুন চৌধুরী একটি করে গোল করেন। ব্রাদার্সের পক্ষে অগাস্টিন ওয়ালসন, মেজবাহ ও সিও জুনাপিও একটি করে গোল করেন। এই জয়ে ১১ ম্যাচ শেষে মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থানে জায়গা পেল। সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের অবস্থান ১১তমস্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ