Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না-ইসি. শাহনেওয়াজ

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, সকল রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা পেলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধনকালে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
দেশব্যাপী আসন্ন ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যাক্ত করে নির্বাচন কমিশনার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের জন্য কোন অভিযোগ যেন না করা হয়, কারণ ঢালাওভাবে অভিযোগ করলে কোন ফল পাওয়া যায় না। এক্ষেত্রে গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে গণমাধ্যমের চোখ দিয়ে অভিযোগ গ্রহণ ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বিভোর কুমার বিশ্বাস, জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না-ইসি. শাহনেওয়াজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ