Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের উপস্থিতি চায় রোহিঙ্গারা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, রোহিঙ্গা মুসলিমরা সুরক্ষার জন্য মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্যদের উপস্থিতি দাবি করেছে। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কলভাইল এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এ খবর জানিয়েছে। মুখপাত্র জানান, রাখাইনের সহিংসতা সমাধানে আন্তর্জাতিক স¤প্রদায়ের উপস্থিতি প্রয়োজন। হোক তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিংবা কোনও একক রাষ্ট্র বা অন্য কোনও পক্ষ। আর তা সম্ভব হবে কেবল তাদের রাখাইনে ফেরার সুযোগ দিলে। কলভাইল বলেন, মিয়ানমারের সহিংসতায় রাজনৈতিক ও নিরাপত্তার পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তার জন্য রাখাইনে শান্তিরক্ষী মিশন চায় রোহিঙ্গারা। মানবাধিকার কমিশনের মুখপাত্র জানান, এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের ভাবতে হবে। এই পরিস্থিতি খুব গুরুতর। পুরো একটি স¤প্রদায়ের জনগোীকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করে প্রতিবেশী দেশে পাঠানো দেওয়া ঠিক নয়। স্পষ্টতই সেখানে আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। অনেক শরণার্থী জানিয়েছেন তারা পূর্ণ নাগরিকত্ব ও নিরাপদে রাখাইনে ফিরতে চান। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত নিধনযজ্ঞ চালিয়ে তাদের বাংলাদেশে পালাতে বাধ্য ও ফিরে আসার পথ করার পরও সহিংসতা কবলিত রাখাইনে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি এখনও বিবেচনা করছে না জাতিসংঘ। সহিংসতা ও নিরাপত্তাজনিত কারণে ইউনিসেফসহ জাতিসংঘের কয়েকটি সংস্থার কর্মকান্ড রাখাইনে স্থগিত করেছে মিয়ানমার সরকার। আনাদুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ