Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চীন সীমান্তে অবকাঠামো জোরদার করছে ভারত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ডোকলাম সীমান্তে অচলাবস্থার কথা মাথায় রেখে এবার চীনের সঙ্গে ৪,০০০ কিলোমিটার সীমান্তজুড়ে অবকাঠামো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিতর্কিত এলাকাগুলোর আশপাশেও অবকাঠামো শক্তিশালী করা হবে। ৯ অক্টোবর শুরু হওয়া সপ্তাহব্যাপী সেনা কমান্ডারদের সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনা কমান্ডার সম্মেলনে ডোকলাম অচলাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই জানায়। সেখানে উত্তর সীমান্তের সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করেন শীর্ষ সেনা কর্মকর্তারা। এই সম্মেলন নিয়ে গত শুক্রবার সাংবাদিকদের ব্রিফিং করেন ডিরেক্টর জেনারেল স্টাফ ডিউটিজ লে. জেনারেল বিজয় সিং। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল সিং জানান, উত্তরাঞ্চলের সীমান্তে সড়ক নির্মাণ কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বর্তমান অভিযান প্রস্তুতি জোরদার করতে সেনা নেতৃত্ব মনোযোগ দিয়েছেনÑ– এমন ইংগিত করে তিনি আরো জানান, কিছু ফরমেশনে সাংগঠনিক পরিবর্তন আনার বিষয়টি সেনা কমান্ডাররা খতিয়ে দেখছেন। সেনা কমান্ডার সম্মেলনে সেনা প্রধান বিপিন রাওয়াত যেকোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকতে কমান্ডারদের প্রতি নির্দেশ দেন। এ জন্য তিনি অগ্রাধিকার ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম কেনার চুক্তি করার ওপরও জোর দিয়েছেন বলে জেনারেল সিং জানিয়েছেন। সরকারি সূত্রগুলো টাইমস অব ইন্ডিয়াকে জানায়, সেনা কমান্ডার সম্মেলনে আলোচনার একটি বড় বিষয় ছিলো চীন সীমান্তে ভারতীয় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ইস্যুগুলো। ফলে পুরো চীন সীমান্তজুড়ে অবকাঠামো জোরদারের ব্যাপারে একমত হন সেনা কমান্ডাররা। বিতর্কিত অঞ্চলগুলোও এর বাইরে থাকবে না। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামনও সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি উদীয়মান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলার জন্য সবগুলো বাহিনীর মধ্যে সংযোগ সাধনের ওপর গুরুত্ব দেন বলে সিং জানান। ভুটান সীমান্তের কাছে ডোকালাম উপত্যকায় চীনের দাবি করা একটি অংশে চীনারা সড়ক নির্মাণ শুরু করলে গত ১৬ জুন ভারতীয় সেনারা গিয়ে তাতে বাধা দেয়। ফলে সেখানে অচলাবস্থা তৈরি হয়, যা দুই মাসের বেশি অব্যাহত থাকে। ২৮ আগস্ট অচলাবস্থা অবসানের কয়েকদিন পর ভারতীয় সেনাপ্রধান রাওয়াত ফের অভিযোগ করেন যে চীন ‘পেশী প্রদর্শন’ শুরু করেছে। উত্তর সীমান্তের পরিস্থিতি গুরুতর সংঘাতের দিকে মোড় নিতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। অবকাঠামো জোরদারের ব্যাপারে সিং বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ২০২০ সালের মধ্যে চারটি পথ– নিতি, লিপুলেখ, থাংলা ১ ও সাংচোকলাÑ সংযুক্ত করা হবে। এর সবগুলোই উত্তরখÐের মধ্য দিয়ে গিয়েছে। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ