Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেজরিওয়ালের চুরি যাওয়া গাড়ি উদ্ধার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার হয়েছে। নীল রঙের ওয়াগন আর মডেলের গাড়িটি দিল্লির সচিবালয়ের বাইরে থেকে চুরি হয়। গত শুক্রবার গাজিয়াবাদের মহাননগর থেকে এটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, গাজিয়াবাদের মহাননগরে একই রঙের ও মডেলের একটি গাড়ি পাওয়া গেছে। আমরা এর ইঞ্জিন ও চ্যাসিস নম্বর খতিয়ে দেখছি। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে। আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালের নীলরঙা ওয়াগন আর গাড়ি গত বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দিল্লি সচিবালয়ের বাইরে থেকে চুরি হয়। কেজরিওয়ালের ইমেজের সঙ্গে মিশে আছে গাড়িটি। বর্তমানে এটি এএপির মিডিয়া উইংয়ের লোকজন ব্যবহার করে থাকে। রাজনৈতিক জীবনের শুরুতে ওয়াগন আর নিয়ে দিল্লি চষে বেড়িয়েছেন কেজরিওয়াল। আম আদমি অর্থাৎ সাধারণ জনতা হিসেবে তার ভাবমর্যাদা প্রতিষ্ঠায় গাড়িটির ভূমিকা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ