মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরো সেনা এবং ইস্কান্দর ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে। পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের জবাবে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান রুশ সংসদের নিম্নকক্ষ ডুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ভøাদিমির শামানোভ। রুশ ছত্রী সেনাবাহিনীর সাবেক কমান্ডার ভøাদিমির শামানোভ আরো বলেন, দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিত্রদের সেনা মোতায়েনের বিরুদ্ধে নিশ্চিতই জবাব দেবে মস্কো। এর অংশ হিসেবে কেবল রুশ পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েনই বাড়ানো হবে না বরং ইস্কান্দর এম ক্ষেপণাস্ত্র মোতায়েনও জোরদার করা হবে। বিশেষ করে এমনটি রুশ ছিটমহল কালিনিগ্রাদে করা হবে বলে জানান তিনি। মস্কোর সঙ্গে শলাপরামর্শ না করে পূর্ব ইউরোপে ওয়াশিংটনের সামরিক তৎপরতার জোরদারেরও নিন্দা জানান তিনি। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও অভিহিত করেন তিনি। আরটি,তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।