Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পুজদেমনের ওপর মাদ্রিদের হুমকি প্রত্যাখ্যানের চাপ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্বায়ত্তশাসন বাতিল করে কাতালুনিয়ায় মাদ্রিদের শাসন চাপিয়ে দেওয়ার যে হুমকি স্পেন সরকার দিয়েছে তা উপেক্ষা করে পুরোমাত্রায় স্বাধীনতার ঘোষণা দিতে আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের ওপর চাপ বাড়ছে। গত শুক্রবার কট্টর বামপন্থি দল সিইউপি মাদ্রিদের দেওয়া সময়সীমা প্রত্যাখ্যান করতে পুজদেমনর প্রতি আহŸান জানিয়েছে। রয়টার্স বলছে, ১৩৫ আসনের কাতালান পার্লামেন্টে সিইউপির দখলে মাত্র ১০টি আসন; তারপরও বিভিন্ন আইন প্রণয়নে পুজদেমনকে তাদের সমর্থনের ওপর নির্ভর করতে হয়। সিইউপির সমর্থন ছাড়া পার্লামেন্টে পুজদেমনের সংখ্যালঘু দলের পক্ষে সংখ্যাগরিতা ধরে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ রায় পাওয়ার পর এ নিয়ে বসা পার্লামেন্ট অধিবেশনে মঙ্গলবার ভাষণ দেন পুজদেমন। ভাষণে কাতালান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট স্বাধীনতার পক্ষে একটি প্রতীকি ঘোষণা দেন এবং পরে মাদ্রিদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে ওই ঘোষণার কার্যকারিতা স্থগিত রাখার আহŸান জানান। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালানদের ঘোষণা প্রত্যাখ্যান করে তারা স্বাধীনতা ঘোষণা করেছে কি না তা পরিষ্কার করতে আঞ্চলিক সরকারকে ৮ দিনের সময় দেন এবং স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলে কাতালুনিয়ার ওপর মাদ্রিদের সরাসরি শাসন চাপিয়ে দেয়ার হুমকি দেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ