মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাগদাদের সামরিক হামলার হুমকি ঠেকাতে উত্তর ইরাকের তেলসমৃদ্ধ অঞ্চল কিরকুকে আরও কয়েক হাজার সেনা পাঠানোর কথা জানিয়েছে কুর্দি কর্তৃপক্ষ। মুখোমুখি লড়াই ঠেকাতে ডিফেন্স লাইন খানিকটা পিছিয়ে আনারও ঘোষণা দিয়েছে তারা। গত শুক্রবার কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রাসুল কিরকুকে নতুন করে আরও ছয় হাজার সৈন্য পাঠানোর কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়। আগে থেকেই ওই এলাকায় হাজার হাজার পেশমেরগা যোদ্ধা অবস্থান করছে; বেশ কয়েকটি তেলখনি সমৃদ্ধ এলাকাটিতে নতুন করে আরও সেনা পাঠানোর মাধ্যমে নিজেদের অবস্থান কয়েকগুণ শক্তিশালী করে নিলো কুর্দিরা। গত মাসে স্বাধীনতার প্রশ্নে অনুতি এক গণভোটের সূত্র ধরে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার (কেআরজি) ও বাগদাদের কেন্দ্রীয় সরকার মুখোমুখি অবস্থান নেয়। ভোটে স্বাধীন রাষ্ট্র প্রতিার পক্ষে রায় এলেও তা প্রত্যাখান করে কুর্দিদের একঘরে করতে বিমান চলাচলে নিষেধাজ্ঞাসহ নানান ধরনের পাল্টা ব্যবস্থা নেয় বাগদাদ। ইরাকের কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানায় ইরান ও তুরস্ক। দুটি দেশেই বিপুল সংখ্যক কুর্দির বাস। উত্তর ইরাকে কুর্দিস্তানের স্বাধীনতা প্রতিতি হলে তা ইরান ও দীর্ঘদিন ধরে কুর্দি বিদ্রোহীদের মোকাবেলায় ব্যস্ত তুরস্কের জন্যও চাপ হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে কেআরজির নিরাপত্তা কাউন্সিল কিরকুকের দক্ষিণে ট্যাঙ্ক, আর্টিলারি, হাম্বি সামরিক যান ও মর্টার সজ্জিত ইরাকি বাহিনীর শক্তি বৃদ্ধিতে উদ্বেগ জানায়। তারা পেশমেরগা যোদ্ধাদের থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থান নেয়। গোয়েন্দা তথ্য বলছে, কাছাকাছি তেলখনি, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিগুলো দখলে নেয়াই তাদের উদ্দেশ্য। পরে কুর্দি নিরাপত্তা বাহিনীসংশ্লিষ্ট এক সূত্র জানায়, ইরাকি বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে তারা দক্ষিণ কিরকুকের আগের অবস্থান থেকে আরও ৭ কিলোমিটার পিছিয়ে এসে অবস্থান নিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।