Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্স হ্যারী ওবামা ফাউন্ডেশনের শিকাগো সম্মেলনে যোগ দেবেন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা চলতি মাসের শেষ দিকে শিকাগোতে বিশ্বের তরুণ তারকাদের সমাবেশ ঘটাতে যাচ্ছেন। আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ওবামা ফাউন্ডেশনের ব্যানারে হোয়াইট হাউস জীবনের পরবর্তী উদ্যোগ হিসাবে তারা এই সম্মেলনের আয়োজন করছেন। দুদিনব্যাপী শিকাগো সম্মেলনে প্রিন্স হ্যারি, গেøারিয়া ইস্তেফেন ও চেঞ্জ দ্য র‌্যাফারসহ বিশ্বের তরুণ তারকারা এতে অংশগ্রহণ করবে। প্রিন্স হ্যারি সম্মেলনে বিশ্বের প্রায় ৫শ তরুণ নাগরিক নেতৃত্বের সামনে বক্তব্য রাখবেন। চ্যাঞ্জ দ্যা র‌্যাফার ও গেøারিয়া ইস্তেফেন সম্মেলনে কনসার্ট পরিবেশন করবেন। ওবামার রাজনৈতিক জীবন যে শহর থেকে শুরু হয় সেখানে এই সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করছে ওবামা ফাউন্ডেশন। ওবামা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডেভিড সিমাস এক বিবৃতিতে বলেন, ওবামা ফাউন্ডেশনের লক্ষ্য হলো তরুণ নেতৃত্বকে উৎসাহিত ও ক্ষমতায়ন করা যাতে করে তারা নিজ স¤প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ