বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদাদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ফান্দাউক দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ সালেহ আহমাদ মামুন বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দেয়ার জন্য হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের দাবি এবং এ বিষয়ে খারিজ করার রিট নবায়ন করার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, সংবিধান পরিপন্থী ও নিয়মবহির্ভূতভাবে দায়ের করা রিট সরকারকে অবিলম্বে বাতিল করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাতিলের দাবি স্বাধীন দেশের সংবিধানের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িক হানাহানির সৃষ্টির উসকানি। এ বিষয়ে চক্রান্ত বন্ধ না করলে যেকোনো পরিস্থিতির দায় সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদকে নিতে হবে। রাষ্ট্রধর্ম ইসলামের ক্ষেত্রে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত ও যেকোনো পদক্ষেপ নেয়ার চক্রান্ত করা হলে এদেশের পীর-মাশায়েখ, আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মুসলমানরা ঈমান ইসলাম রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ।
পীর ছাহেব আরো বলেন, কোরআন-হাদিসের আলোচনা যে স্থানে হয় সেই স্থানকে বেহেশতের বাগান বলা হয়। আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়। নামাজ প্রত্যেকটি নর-নারীর ওপর ফরজ, নামাজ পড়তে হবে। নামাজ বেহেস্তের চাবি, নামাজ ছাড়া কেউ বেহেস্তে যেতে পারবে না। আমাদের ছেলেমেয়েদের ইসলামী শিক্ষা-দীক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গত ১৫ মার্চ হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো: আব্দুল আওয়াল শাহ লিটনের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন ও শিক্ষক মাওলানা আব্দুল্লাহ এনামের পরিচালনায় ওয়াজ করেন আলহাজ মাওলানা মুফতি এম এ মজিদ ফিরোজপুরী, মাওলানা মুকবুল আহমদ, মাওলানা তাজুল ইসলাম মোজাদ্দেদী, মাওলানা ফারুক আহমেদ এবং বিশেষ মেহমান ছিলেন সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ অ্যাডভোকেট ইমান উল্লাহ। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল ও কল্যাণ কামনা করে আল্লাহর নিকট মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।