Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় বছর বয়সেই বিমানের পাইলট!

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর আফ্রিকার মরক্কোর অ্যাডাম মুহম্মদ আমের-এর ছয় বছর বয়স। ঠিকমতো কথা বলতে শেখার আগে থেকেই সে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখায় আসক্ত। তবে বিমান চালানোর ভিডিও তাকে বেশি টানে। সম্প্রতি ইতিহাদ এয়ারওয়েজে করে বাবা-মায়ের সঙ্গে মারাকাস থেকে আবুধাবি আসছিল সে। মাঝ আকাশে হঠাৎ পাইলটের সঙ্গে দেখা করার বায়না ধরে বসে অ্যাডাম। ছয় বছর বয়সের যাত্রীর ডাক শুনে একটু অবাকই হন পাইলট সমীর ইয়াকলেফ। অ্যাডামের কথা শুনে তো তিনি একেবার থ। বিমানের উড্ডয়ন থেকে অবতরণ, সবকিছুই গড়গড় করে বলে যাচ্ছে ওইটুকু ছেলে! প্রতিটি ধাপই একেবারে নির্ভুল! এমনকী, আকাশে জরুরি পরিস্থিতিতে বিমানকে কীভাবে চালনা করতে হয়, কী কী পদক্ষেপ নিতে হয়, সেসবও অ্যাডামের ঠোঁটস্থ। হতবাক পাইলট পরে অ্যাডামের মা-বাবার অনুমতি নিয়ে মোবাইলে সেই বর্ণনার ভিডিও ধারণ করতে শুরু করেন। তাকে নিয়ে গিয়ে বসান ককপিটেও। সেখানে বসে আমের বর্ণনা করে কী করে জরুরি পরিস্থিতিতে বিমান সামলাতে হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ