Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে প্রকৌশলীকে ছাত্রলীগ নেতার হুমকিতে তোলপাড়

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে জাল কাগজে কাজ দেয়ার জন্য এক প্রকৌশলীকে হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতা। ফলে ভীতসন্ত্রস্ত ওই প্রকৌশলী তিন দিন ধরে গৃহবন্দী হয়ে পড়েছেন। যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারেন বলে আশংকা করছেন তিনি। সোমবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা প্রকৌশল সিলেট জোনের তালতলাস্থ অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তোলপাড় চলছে।
জানা গেছে, সিলেটের ওসমানীনগরের মঙ্গলচন্ডি মডেল হাইস্কুলের একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৩৯ লাখ টাকার টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জোন। টেন্ডারে বিভিন্ন গ্রুপে ৪৬ জন ঠিকাদার অংশ নেন। আজ থেকে প্রায় ২ মাস পূর্বে ওই টেন্ডার ড্রপ করা হয়। এতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘নর্থ সুরমা কন্সট্রাকশন লি: নামে টেন্ডার ড্রপ করা হয়। কিন্তু টেন্ডারে যেসব কাগজপত্র ও ব্যাংক ড্রাফট দেয়া হয়েছে সবগুলোই ভুয়া ও জাল প্রমাণিত হয়। এদিকে তড়িঘড়ি করে কার্যাদেশ দিতে তার ওপর প্রবল চাপ সৃষ্টি করে চলেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু। গত সোমবার হিরন মাহমুদ নিপু নির্বাহী প্রকৌশলীর অফিসে গিয়ে কার্যাদেশ দিতে বিলম্বের কারণ জিজ্ঞেস করলে প্রকৌশলী নজরুল হাকিম ব্যাংক ডিপোজিটসহ কাগজপত্র জাল হওয়ায় সিদ্ধান্ত নিতে পারছেন না বলে জানান। এতে চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি হিরন মাহমুদ নিপু। তিনি বলেন, আমরা শাসকদল, আমাদের কাগজপত্র যাচাইয়ের কোনো সুযোগ নেই। অবিলম্বে কার্যাদেশ না দিলে ‘চাকু মেরে ভড় (পাকস্থলী) ফেলে দেবেন’ বলে নির্বাহী প্রকৌশলী মো: নজরুল হাকিমকে হুমকি দেন নিপু। এতে ভীতসন্ত্রস্ত প্রকৌশলী নজরুল হাকিম তাৎক্ষণিক বিষয়টি সিলেট কেতোয়ালি পুলিশকে অবহিত করেন। পাশপাশি শাসক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের জ্ঞাত করেন। কিন্তু ঘটনার তিন দিনেও কোনো ব্যবস্থা না নেয়ায় নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম তার জীবন নিয়ে শংকিত রয়েছেন। এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তার নামে কোনো ঠিকাদারী লাইসেন্স নেই। তাই কার্যাদেশ লাভের জন্য নির্বাহী প্রকৌশলীর অফিসে তার যাওয়ার কোনো প্রশ্নই উঠে না বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে প্রকৌশলীকে ছাত্রলীগ নেতার হুমকিতে তোলপাড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ