নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টেস্ট সিরিজ শেষে কিম্বার্লির ডায়মন্ড ওভালে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন সিরিজটি কঠিন হবে বলে মনে করছেন প্রোটিয়া ওয়ানডে দলের সদস্য জেপি ডুমিনি। আর গত জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের কথা স্মরন করিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির।
দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। পুরো টেস্ট সিরিজে লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেনি টাইগাররা। প্রথম টেস্টে ৩৩৩ রানের হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। তাই টেস্টে সিরিজে ব্যর্থতার গøানি নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে হচ্ছে বাংলাদেশকে।
ইতোমধ্যে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের কাছে ৬ উইকেটে হেরেছেও বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে অন্য এক বাংলাদেশকে দেখা যাবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ও আমন্ত্রিত একাদশের অধিনায়ক ডুমিনি। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজটি আমাদের জন্য কঠিন হবে। টেস্ট সিরিজে আমরা বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেললেও, ওয়ানডে সিরিজে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাদের। প্রায় প্রত্যকটি দিনই আমরা বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেছি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষে এমন জয় দেখতে দারুন লেগেছে। তবে ওয়ানডেতে শক্তিশালী দল বাংলাদেশ। তারা ওয়ানডে ফরম্যাটে ভালো খেলে। গেলো দু’বছর ধরে ওয়ানডেতে দুর্দান্ত সব পারফরমেন্স করে আসছে বাংলাদেশ। বড় বড় দলগুলোকে হারিয়েছে তারা। তাই এই সিরিজ নিয়ে আমরা সর্তক।’
ডুমিনির মতো বাংলাদেশকে নিয়ে সর্তক তাহিরও। তাই গেলো জুনে হয়ে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি মনে করিয়ে দিলেন তাহির। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমিফাইনালে উঠেছে তারা। যোগ্য দল বলেই বড় আসরের সেমিফাইনালে উঠেছিলো বাংলাদেশ।’
বাংলাদেশকে বড় দল মানলেও নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জয়ের কথা বললেন তাহির। তিনি বলেন, ‘আমাদের নিজেদের সেভাবে তৈরি করতে হবে। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। কঠোর পরিশ্রম করতে হবে। গত দু-তিন বছর আমরা যেভাবে খেলছি, সেভাবে খেললে অবশ্যই আমরা জিততে পারবো। আমরা সিরিজ জিততে চাই। সিরিজের আগে আমরা তিনদিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। আমরা পুরোপুরি প্রস্তুত হবার চেষ্টা করছি। তারপরও সিরিজ জয়ের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে।’
অনন্য রেকর্ডের সামনে সাকিব
স্পোর্টস রিপোর্টার : রেকর্ড, অর্জন আর মাইলফলকে যেন নিজের নামের প্রতিশব্দে পরিণত করেছেন সাকিব আল হাসান। একেটি ম্যাচ খেলেন আর ছাড়িয়ে যান নিজেকে। দক্ষিণ আফ্রিকা সফরেও এবার ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে অনন্য এক রেকর্ড স্পর্শ করার হাতছানি দিচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। ব্যাট হাতে আর মাত্র ১৭ রান করলেই ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। ফলে বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ৫ হাজারী ক্লাবের সদস্য পদের পাশাপাশি ২শ’ উইকেট শিকারের মালিক হবেন তিনি।
ওয়ানডেতে সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান- ১৭৭ ম্যাচে ৪৯৮৩ রান ও ২২৪ উইকেট। ২শ’ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার পালা রানের মাইলফলক স্পর্শ করা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে আগামীকাল শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে বা পুরো সিরিজে ব্যাট হাতে ১৭ রান করলেই ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবেই এই ক্লাবে প্রবেশ করবেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে এমন অর্জন করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
এর আগে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলংকার সানাথ জয়সুরিয়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক এই চারজনের চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ডের মালিক হবেন সাকিব। ক্যালিস ১৯৭তম ম্যাচে ৫ হাজার ও ২শ’ উইকেট শিকারের মালিক ছিলেন। এই রেকর্ড স্পর্শ করতে জয়সুরিয়ার লেগেছিলো ২০৪ ম্যাচ। পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিলো আরও বেশি ম্যাচ। আফ্রিদি ২৩৯ ও রাজ্জাক ২৫৮তম ম্যাচে ৫ হাজার ও ২শ’ উইকেট শিকারের মালিক হয়েছিলেন। শেষ পর্যন্ত সবার উপরে থেকেই ক্যারিয়ার শেষ করেছেন জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে অংশ নিয়ে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট শিকার করেন তিনি। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ক্যালিস। ৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট নিয়েছেন ক্যালিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।