বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : এবার বরিশালে চলন্ত বাসে কৌশলে একজনের স্বামীকে বেঁধে রেখে দুই বান্ধবীকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার স্বামী ঘটনার দেড় মাস পরে মঙ্গলবার রাতে বরিশাল বিমানমবন্দর থানায় ৬ ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। মামলায় অভিযোগ করা হয়, গত ২৩ জানুয়ারি দুই বান্ধবী ধর্ষণের শিকার হন। লোক-লজ্জার ভয়ে তারা এতদিন মামলা দায়ের করেননি। মামলার বাদী এবং আসামীরা সকলেই পরিবহন শ্রমিক। গ্রেফতারকৃতরা হচ্ছে রনি, তারেক, দেবাশীষ, সুজন, নাসির। মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর মুকুল জানান, মাদারীপুরের ভুরঘাটা এলাকার পরিবহন শ্রমিক মো. হাসান তার স্ত্রী (১৮), স্ত্রীর এক সহপাঠী (১৮) এবং হাসানের বন্ধু আরিফ কুয়াকাটা বেড়াতে যান। গত ২৩ জানুয়ারি রাতে তারা কুয়াকাটা থেকে সহকর্মী মিজানের বাস অনন্যা পরিবহনে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছেন। রাতেই তারা বরিশালের বাস টার্মিনাল থেকে নাসির ড্রাইভারের ‘সেবা পরিবহন’-এর বাসে (বরিশাল-জ-১১-০০১০৫) হাসানের স্ত্রীর গ্রামের বাড়ি বানারীপাড়ার চাখারে উদ্দেশে রওয়ানা হন। কিন্তু বাসটি কিছুদূর যাবার পর সহকর্মীরা দুটি সিটে হাসান ও আরিফকে বেঁধে ফেলে। এরপর বাসটি রাতভর নথুল্লাবাদ এবং উজিরপুরের রামপট্টি পর্যন্ত আসা-যাওয়া করে এবং বাসের মধ্যে হাসানের স্ত্রীকে ৫ জনে ও স্ত্রীর বান্ধবীকে ৩ জনে পালাক্রমে ধর্ষণ করে। লোক-লজ্জা আর নানা সামাজিক চাপের কারণে এতদিন মামলা করেননি বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।